লাবণ্যময় ত্বকের জন্য সবাই কমবেশি চেষ্টা করে। অল্প মেকআপে নজর কাড়তে হলে ত্বককে ভিতর থেকে জেল্লাদার দেখানো ভীষণ জরুরি।
কোন টোটকা ব্যবহার করলে অল্প সময়েই জেল্লাদার ত্বক ফিরে পাবেন, তা নিয়েই আজকের আয়োজন।
১) মধু, দই আর গোলাপ জলের ফেসপ্যাক
মধু, দই আর গোলাপ জলের ফেসপ্যাক লাবন্যময় ত্বকের জন্য বিশেষ ভুমিকা পালন করে।
ফেসপ্যাকটি তৈরী করার জন্য প্রথমে ১ চামচ দই, ১ চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
রাতে এই প্যাক মুখে মেখে মিনিট ১৫ রাখুন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এতে ত্বক বেশ জেল্লাদার দেখাবে। সকালে উঠেও এই প্যাক মুখে লাগিয়ে নিতে পারেন।
২) কাঠবাদাম ও ওট্স
কাঠবাদাম ও ওট্স এর ফেসপ্যাক তৈরী করার জন্য প্রথমে ১০টি খোসা ছাড়ানো বাদাম বেটে নিয়ে তার সঙ্গে ১ চামচ ওট্স, সামান্য দই মিশিয়ে নিন।
ত্বকের প্রকৃতি শুষ্ক হলে ১ চা চামচ মধু মেশান আর ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে এক চামচ গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।
প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে তুলে দিন।
বাদামে থাকা ভিটামিন ই ত্বককে জেল্লাদার করবে আর ওট্স স্ক্রাবিংয়ের কাজ করবে।
৩) শসা ও মধুর প্যাক
অর্ধেকটা শসা মিক্সিতে বেটে তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরী করে নিন।
এবার এ মিশ্রণ মুখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চটজলদি জেল্লা আনতে এই প্যাক ব্যবহার করতেই পারেন।
Leave a Comment