খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল প্রভৃতি সমস্যায় জর্জরিত অনেকেই। আজ এমন একটি প্রাকৃতিক উপাদানের সন্ধান দিব আপনাদের যেটি ব্যবহার করলে অনেকগুলো সমস্যা খুব সহজেই সমাধান হতে পারে। সেটি হলো অ্যালোভেরা। অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুলের নানাবিধ সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন সহজেই।
অ্যালোভেরায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। এটির ভিটামিন, মিনারেলস চুলের যত্নে দারুণ কাজ করে। অ্যালোভেরা সব ধরনের চুলেই ব্যবহার করা যেতে পারে।
১. অ্যালোভেরা ও টকদইয়ের মাস্ক
অ্যালোভেরা ও টকদইয়ের মাস্ক সিল্কি চুলের জন্য বেশ কার্যকরি।
৩ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেলের সাথে ২ চা চামচ টকদই, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার এই মাস্ক চুলে লাগান।৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২. অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক
যারা খুশকি নিয়ে চিন্তিত তারা অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক ব্যবহার করতে পারেন।
৩ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হালকা ভেজা চুলে ও স্ক্যাল্পে ভালোভাবে লাগান।
২০ মিনিটের জন্য রেখে দিন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মাসে অন্তত ২ বার এই মাস্কটি চুলে ব্যবহার করতে পারেন।
৩. নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক
নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক আপনার শুষ্ক চুলকে ডিপ কন্ডিশনিং করবে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি ছোট বাটিতে নারকেল তেল নিন।
এবার এ তেলের মধ্যে ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই জেল মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। ৩০ মিনিট চুলে রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৪. চুলের দ্রুত বৃদ্ধির জন্য অ্যালোভেরা ও মেথির মাস্ক
চুল দ্রুত বৃদ্ধি করতে চান? তাহলে অ্যালোভেরা ও মেথির মাস্ক ব্যবহার করতে পারেন।
৩ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে ২ চা চামচ মেথি পাউডার মিক্স করে নিন। এবার এই মাস্কটি ভালোভাবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখ দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে চুল দ্রুত বৃদ্ধির পাশাপাশি চুল পড়া কমাতেও ভুমিকা পালন করবে।
৫. ড্রাইনেসের সল্যুশনে ডিম ও অ্যালোভেরার হেয়ার মাস্ক
যাদের চুল শুস্ক তারা ডিম ও অ্যালোভেরার হেয়ার মাস্ক ব্যবহার করে বেশ ভালো ফলাফল পেতে পারেন।
একটি ছোট বোলে ৩ চা চামচ অ্যালোভেরা জেল নিন এবং একটি ডিম এতে মিশিয়ে নিন। স্মুথ পেস্ট তৈরি করতে একটি চামচ দিয়ে ভালো করে বিট করুন। তারপর একটি ব্রাশ বা মাস্ক অ্যাপ্লিকেটর দিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন।
একটি শাওয়ার ক্যাপ পরে নিন এবং ৩০ মিনিট অপেক্ষা করুন। চুল ভালো করে পরিষ্কার করার জন্য প্রথমে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে তারপর শ্যাম্পু করুন।
Leave a Comment