টক দই স্বাস্থ্যের জন্যও যেমন উপকারী তেমনি ত্বকে নানাবিধ সমস্যা সমাধান দিয়ে থাকে। বিশেষ করে তৈলাক্ত ত্বকে টকদই বেশ কার্যকর ভুমিকা পালন করে।
![Curd](https://alponaweb.com/wp-content/uploads/2023/10/Curd-1024x683.jpg)
যেভাবে তৈলাক্ত ত্বকে টক দই ব্যবহার করবেন।
ত্বকের তৈলাক্তভাব এবং ব্রণ দূর করতে নিম্নবর্নিত পদ্ধতি ব্যবহার করতে পারেন।
ব্রণের জন্য মধুর সাথে টক দই
তৈলাক্ত ত্বকের অন্যতম প্রধান সমস্যা হলো ব্রণ। গ্রীস্মকালে এই ব্রণের উপসর্গ বেশী দেখা যায়। ব্রণের এ সমস্যায় দই কিন্তু খুব ভালো কাজ করে। সরাসরি দই ব্রনের উপরে লাগাতে পারেন।
![](https://alponaweb.com/wp-content/uploads/2023/09/Honey-300x200.jpg)
এছাড়াও অন্য আরো একটি পদ্ধতিতে টক দই ব্যবহার করতে পারেন। ১ চামচ মধুর সাথে টকদই মিশ্রিত করে নিন। এটি ত্বকে ভালভাবে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন। কয়েকদিন টানা এটি ব্যবহার করলে দেখবেন ব্রণ আগের চেয়ে অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে।
তৈলাক্ত ভাব দূর করতে ডিমের সাথে টক দই
ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে টক দইয়ের সাথে ডিমের সাদা অংশের প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে ডিম থেকে সাদা অংশ আলাদা করে ভালো করে ফেটিয়ে নিন।
এবার এই সাদা অংশের সাথে এক চা চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ত্বক পরিস্কার করে ফেলুন। এভাবে ব্যবহার করলেদেখবেন ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে গেছে।
Leave a Comment