রুক্ষ চুল মসৃণ করার ৫ উপায়
যেকোনো তেল রাতে ঘুমানোর আগে দিয়ে সকালে উঠে শ্যাম্পু দিয়ে গোসল করলে ভালো ফল পাওয়া যায়
১
মাথার ত্বকে নিয়মিত তেল মালিশ করুন। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে।
২
শীতকালে সপ্তাহে একবার ‘ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক’ ব্যবহার করুন
৩
১/২ কাপ মেয়নেজ নিয়ে হালকা গরম করে মাথায় ৪০-৪৫ মিনিট রাখুন। এতে চুলের রুক্ষ ভাব চলে যায় ।
৪
চুলের রুক্ষতার জন্য মেহেদি প্যাকও ব্যবহার করতে পারেন।
৫